ঘরে বসেও পথ দেখানো সম্ভব এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে #BangladeshChallenge । #BangladeshChallenge এ তরুণসহ সবার অংশগ্রহণে ঘরে বসে বাংলাদেশের সকল এলাকায় গুগল ম্যাপ বা ওপেন স্ট্রিট এর সাহায্যে নিকটবর্তী তথ্য যেমন হাসপাতাল, ফার্মেসি, নিকটবর্তী ফ্লেক্সি/ বিকাশ/নগদ পয়েন্ট এবং এমন আরো অনেক কিছু যোগ করতে পারবে ডিজিটাল ম্যাপসে যোগ করতে পারবে ৷ এক্সপার্ট ম্যাপাররা তাদের সহযোগিতা করবেন। এই ম্যাপ কাজে আসবে সরকারি কিংবা সাহায্য সংস্থার জরুরি খাদ্য, ঔষধ কিংবা পণ্য পৌছানোর কাজে । সবার জন্য থাকছে ট্রেইংনিং ও ডিজিটাল সার্টিফিকেট। টপ ১০০ কন্ট্রিবিউটরদের জন্য রয়েছে বিশেষ গিফট । মূল ক্যাম্পেইনের সময়সীমা শেষ হয়েছে। আপনি চাইলে এখনও ম্যাপিং করতে পারবেন । তা কন্টেস্টে বিবেচিত না হলেও দেশের কাজে লাগবে ।